প্রিন্ট এর তারিখঃ May 17, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 15, 2025 ইং
ছাত্রদল নেতা ফাহিমের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ও সিলেট বাঘবাড়ী এলাকায় বিক্ষোভ চলাকালীন সময়ে মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক এস এম ফাহিমের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরের বিক্ষোভ মিছিলটি নগরীর বাঘবাড়ী এলাকা থেকে শুরু হয়ে রিকাবি বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়।
মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মাহিন যৌথ পরিচালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হাবিবুর রহমান রাসেল, দেলোয়ার হোসেন সুমন, মাহমুদুল হাসান সাগর, মামুন আহমেদ মুন্না, নাইম ইসলাম, উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, গনশিক্ষা বিষয়ক সম্পাদক সালমান আহমেদ, শিক্ষাও পাঠ্ চক্র বিষয়ক সম্পাদক আমির গাজী,মহানগর ছাত্রদল নেতা মিল্লাদ আহমেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি প্রতিবাদ চলাকালি সময় হঠাৎ করে ছাত্রদল নেতা ফাহিমের উপর সন্ত্রাসী হামলার ঘটনা খুবই নিন্দাজনক। অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জোর দাবি জানান বক্তারা। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে ছাত্রদল কঠোর কর্মসূচি দেওয়া হবে। বিজ্ঞপ্তি
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Todaysylhet24.com